বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাযাত্রীর

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাযাত্রীর

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাযাত্রীর

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় জুয়েল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। জুয়েল মিয়া সিএনজি অটোরিকশায় করে যাচ্ছিলেন। মঙ্গলবার রাতে ঢোলভাঙ্গার ঝিলবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু। নিতহ জুয়েল মিয়া পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বোডবাজার এলাকার বাবলু মিয়ার ছেলে স্থানীয়রা জানান, জুয়েল মিয়া সিএনজি অটোরিকশায় চেপে তার গন্তব্যে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক্টর সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে জুয়েল গুরুতর আহত হন। এরপর উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |