বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

পানছড়িতে দূর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

পানছড়িতে দূর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

পানছড়িতে দূর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে দূর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ৩ কর্মী নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে। এতে ইউপিডিএফের ৩ কর্মী ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন, লতিবান ইউপির মৃত নন্দ মনি চাকমার সন্তান সিজন চাকমা ওরফে মন্যা চাকমা (৫০), জেলা সদর উপজেলার ভাইবোনছড়া ইউপির কান চরণ ত্রিপুরার সন্তান শাসন ত্রিপুরা ওরফে খরক সেন ত্রিপুরা(৩৫) একই ইউপির মৃত আলো রঞ্জন চাকমার সন্তান জয়েন চাকমা ওরফে পরান্টু চাকমা(২২)।

এদিকে ইউপিডিএফের ৩ কর্মীকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউপিডিএফ। এ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ঘোষণা করে সংগঠনটি। এক প্রেস বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা উক্ত কর্মসূচির ঘোষণা দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘ঘটনাস্থলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছেছে। লাশ উদ্ধার করার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |