বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
মোবারক হোসেন রুবেল,ধর্মপাশা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ইং প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মনোনীত হওয়ায় ওই বিদ্যালয়টির নয়জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৩০অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পল্লী কবি জসীম উদ্দিন মিলনায়তনে উপজেলার চকিয়াচুর গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী মো.রফিক এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন। সহকারী শিক্ষক সৈয়দ নুরুল ইয়াহিয়ার সঞ্চালনে এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো.হারুন রশিদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস,ইউআরসি ইনস্ট্রাক্টর আশরাফ উল আলম ,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল, আবু সাঈদ, ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার, চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোনায়েম,,বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়টির নয়জন শিক্ষককে একটি করে ক্রেস্ট দেওয়া হয়।