সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

ছাত্রলীগ যে কারণে নিষিদ্ধ, যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ছাত্রলীগ যে কারণে নিষিদ্ধ, যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অনলাইন ডেস্ক: সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সরাদেশের শিক্ষাঙ্গনে ছাত্রলীগ অনিরাপদ পরিবেশ তৈরি করায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে। ‘নিরাপদ বাংলাদেশ চাই: শিক্ষাঙ্গণে সন্ত্রাস, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে একথা জনিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার জাতীয় প্রেসক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, শিক্ষাঙ্গন নিরাপদ না হলে পুরো দেশটাই অনিরাপদ হয়ে যাবে। তাদের (ছাত্রলীগ) সন্ত্রাসী কার্যক্রমের কারণেই নিষিদ্ধ করা হয়েছে। আর যেন কোথাও ছাত্রলীগ তৈরি হতে না পারে সে পরিবেশ নিশ্চিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকদের ভূমিকা রাখার আহ্বান জানান শফিকুল আলম।

গত ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |