বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কিশোর নুরুল ইসলাম (হৃদয়) হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও একই ঘটনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুল আলম, মো. আরিফ হোসেন, আমজাদ হোসেন ও শফিক মিয়াকে বেকসুর খালাস প্রদান করে আদালত । রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
আদালতে রায়ে বলা হয়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদের সামনে থেকে বই মেলায় নিয়ে যাওয়ায় কথা বলে আসামীরা নরুল ইসলাম (হৃদয়) কে অপহরণের পর হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা মো. আ. ছালাম বাদী হয়ে ঐ বছরই দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। পরে ২০১৩ সালে চার্জশিট জমা দেয় পুলিশ।
১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে হত্যাকান্ডের অভিযোগ জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকার আক্তার হোসেন, আসাদুল ইসলাম ও মোবারক হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। দন্ডপ্রাপ্ত ৩ জন আসামী বর্তমানে পলাতক রয়েছে।