বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রায়ই দলীয় নেতাকর্মীরা ‘দেশনায়ক’ বা ‘রাষ্ট্রনায়ক’ বলে সম্বোধন করেন। এখন থেকে আর এ ধরনের সম্বোধন না করতে অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ অনুরোধ জানান।
তিনি বলেন, আজকের পর থেকে আমার সহকর্মীদের প্রতি অনুরোধ বা আপনাদের নেতা হিসেবে আমার নির্দেশ, আমার নামের আগে আপনারা যে রাষ্ট্রনায়ক, দেশনায়ক বলেন— এটা আর বলবেন না।
দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে এ সময় তারেক রহমান আরও বলেন, দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে, এজন্য জনগণকে সচেতন করতে হবে। সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে জনগণকে। প্রসঙ্গত, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এ কর্মশালা আয়োজন করে বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটি। এতে ঢাকা বিভাগ অংশের সমাপনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।