বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

আপডেট
দুর্নীতির বিনিময়ে মসজিদের জন্য নেন ১০ লাখ টাকা অনুদান নেন দুদক কর্মকর্তা! আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম একাত্তরের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইব: জামায়াত আমির রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না সংসদ ও স্থানীয় নির্বাচনে একবারে ভোটগ্রহণের প্রস্তাব সাবেক সিইসি রউফের দুর্যোগে সশস্ত্র বাহিনী দুর্গত জনগণের শেষ ভরসার স্থান জাতি গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক
ইবিতে ‘ইয়ুথ লিডারশীপ ট্রেনিং অন এক্টিভ সিটিজেনারী’ শীর্ষক কর্মশালা

ইবিতে ‘ইয়ুথ লিডারশীপ ট্রেনিং অন এক্টিভ সিটিজেনারী’ শীর্ষক কর্মশালা

ওয়াসিফ আল আবরার, ইসলামী বিশ্ববিদ্যালয়:  ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনদিন ব্যাপী ‘ইয়ুথ লিডারশীপ ট্রেনিং অন এক্টিভ সিটিজেনারী ‘ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে ইবির ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির আয়োজনে এবং ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়৷

ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির সভাপতি এস. এ এইচ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে ও সংগঠনটির সদস্য শাকিব আল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির সাধারণ সম্পাদক তামান্না ইসলাম।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর এন্ড এসপিও তুহিন আফসারি এবং একাউন্টস অফিসার অধীস দাস, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যশোর ব্রাঞ্চের কো-অর্ডিনেটর ফিরোজ আহম্মেদ পলাশ। কর্মশালায় প্রশিক্ষকগণ প্রশিক্ষণার্থীদের মঝে ইয়ুথ লিডারশীপ এবং এক্টিভ সিটিজেনশিপ সম্পর্কে বিশদ আলোচনা করেন।

ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির সভাপতি এস এ এইচ ওয়ালীউল্লাহ বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় প্রত্যেক নাগরিককে নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমাদের রাষ্ট্রের প্রতি যেসকল দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। ল অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি ছাত্র জনতার মাঝে এই সচেতনতার কার্যক্রম পরিচালনা করে আসছে”।

উক্ত কর্মশালা শেষে ল অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি কর্তৃক আয়োজিত ‘সংবিধান নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |