সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

আপডেট
নোবিপ্রবিতে ক্লাব প্রতিনিধি ও শিক্ষকদের অংশগ্রহণে পৃথক কর্মশালা অনুষ্ঠিত নীলফামারীতে শতাধিক চাকুরীজীবী গ্রাহকের অতিরিক্ত কিস্তি কেটে নিলো সোনালী ব্যাংক নাঙ্গলকোটে কলেজ শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার-২ সালথায় প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বর্ণাঢ্য আয়োজনে ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত নোয়াখালীতে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে যুবকের মৃত্যু ৩৬ জুলাই ২০২৪ এরপর ৯৬ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা ফেনীতে পুলিশের চাকরি পেয়েছে ৪২ জন কয়রায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও আলোচনা সভা সরাইলে ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু ৮ বছর ধরে অকেজো
ঈশ্বরগঞ্জে ৪০ বছর পর শ্মশানের জায়গা বুঝিয়ে দিল প্রশাসন

ঈশ্বরগঞ্জে ৪০ বছর পর শ্মশানের জায়গা বুঝিয়ে দিল প্রশাসন

বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘ ৪০ বছর ধরে ভূমি দখলে আক্রান্ত শ্মশানের জায়গা বুঝিয়ে দিল উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে শ্মশানের জায়গা চিহ্নিত করে শ্মশানের দায়িত্বে থাকা লোকদের বুঝিয়ে দেন।

জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারস্থ কাঁচামাটিয়া নদীর তীরে অবস্থিত মহাশ্মশানে হিন্দু ধর্মালম্বী মানুষের মৃতদেহ সৎকার করে আসছিলেন। তবে জায়গাটির চারপাশ চিহ্নিত না থাকায় এনিয়ে প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। প্রতিবার মৃতদেহ সৎকার করতে গিয়ে হিন্দু ধর্মালম্বী মানুষদের ভোগান্তি পোহাতে হত। চারপাশ থেকে দখলদারদের দখলে কারণে শ্মশানের প্রবেশ পথটি বন্ধ হয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের কাছে একটি লিখিত অভিযোগ দিলে তিনি তা সমাধানের উদ্যোগ নেন। তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্মশানের জায়গা চিহ্নিত করে তা শ্মশানের দায়িত্বে থাকা লোকদের বুঝিয়ে দেন। এ সময় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, প্রেসক্লাব সদস্য সচিব আতাউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিয়ে ৮৫ বছরের বৃদ্ধ ভবেশ চন্দ্রসাহা বলেন, শ্মশানের জায়গাটি নিয়ে কয়েকদিন পর পর বির্তকে জড়ানো ভালো লাগছিল না। খুবই দুশ্চিন্তায় ছিলাম। দীর্ঘ দিন পর চিন্তা মুক্ত হয়েছি মরেও এখন শান্তি পাব।
উপজেলা কমিশনার (ভূমি) ইকবাল হোসেন বলেন, এখন থেকে শ্মশানের জায়গা নিয়ে আর কোন বিতর্কের সুযোগ নেই।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, শ্মশানের জায়গাটি চিহ্নিত করে হিন্দু ধর্মালম্বী লোকদের মৃতদেহ সৎকারে সহযোগিতা করতে পেরে আমার ভালো লাগছে। এখন থেকে তারা নিশ্চিন্তে তাদের শবদেহের অন্তেষ্টিক্রিয়া করতে পারবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |