বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
কামরুল হাসান, মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ের করেরহাট অলিনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম শহরের জুবলী রোডের বাসিন্দা আশীষ চন্দ্র পুরোহিত (৬২) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১টার সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। চটগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলীফ হত্যা এবং আদালত ভবনে সহিংসতার সাথে জড়িত ছিল কিনা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক আশীষ চন্দ্র নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে। তিনি সৈয়দ আহমদ চৌধুরী লেইন জুবলী রোডের বাসিন্দা বলে বিজিবিকে জানিয়েছেন। অলিনগর বর্ডার ক্যাম্পের হাবিলদার মোঃ হোসেন মিয়া জানান, আশীষ চন্দ্র পুরোহিতকে আটক করার সময় দুটি মোবাইল, টাকা ও ব্যবহৃত কাপড় পাওয়া গেছে।
প্রাথমিকভাবে আশীষ চন্দ্র পুরোহিত বিজিবিকে বলেন , চিকিৎসার জন্য তিনি বৈধভাবে ভারতের ভিসা না পেয়ে চোরাই পথে বর্ডার পার হয়ে ভারত যাচ্ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়ার জন্য মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল জানান, বিজিবি আশীষ চন্দ্র পুরোহিতকে থানায় হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চট্টগ্রামের আদালত ভবনে হামলা এবং এডভোকেট সাইফুল ইসলাম আলীফরদ হত্যার ঘটনায় সম্পৃক্ততা রয়েছে কিনা তদন্ত করা হবে। বর্ডারে দেশ ত্যাগ করার কারণ জানতে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।