বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
মোঃ আব্দুল আজিম, দিনাজপুর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযানে পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেমের এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৭ নভেম্বর বুধবার বিকেলে সদর উপজেলায় ১৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিন ভবানীপুর (আওরা) গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী সারোয়ার বাবু (৩৯)।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২৭ নভেম্বর বুধবার বিকেল ৫টায় গোপন সংসাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউপির চিহ্নিত মাদক ব্যবসায়ী সারোয়ার বাবুর বাসায় ঘন্টাব্যাপী তল্লাশী চালিয়ে ১৩০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সারোয়ার বাবুকে আটক করা হয়।
এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, সারোয়ার বাবু এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসয়ী হওয়ায় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে জেলা কার্যালয় থেকে পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেমের নেতৃত্বে একটি টিম তার বাসায় অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।