বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে

এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় পাওয়া গেছে। শনিবার (৩০ নভেম্বর) মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির (অপরাধ) এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিরোজ কবির জানান, ওই তরুণীর নাম সাহিদা বেগম (২৪)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি রাজধানীর ওয়ারীতে তার ভাইয়ের সঙ্গে থাকতেন এবং একটি ডে-কেয়ারে কাজ করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সাহিদা বেগমের ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করা যায়নি। তবে মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের কোথায় তা জানার চেষ্টা করা হচ্ছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সাহিদাকে কে নিয়ে গেছে তা-ও জানার চেষ্টা চলছে।

এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের দোগাছি সার্ভিস লেন এলাকায় সড়কে সাহিদা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও তার পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করে।

পুলিশের ধারণা, গুলি করে ওই তরুণীকে হত্যার পর চলন্ত গাড়ি থেকে মরদেহ এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে ঘাতকরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |