বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সরকারের আমলে ২৫০ বিলিয়ন ডলার পাচার!

আওয়ামী লীগ সরকারের আমলে ২৫০ বিলিয়ন ডলার পাচার!

অনলাইন ডেস্ক:  শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে ১৫ বছরে প্রায় ২৫০ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে পাচার হয়েছে। সেই হিসেবে প্রতিমাসে গড়ে ১.৩ বিলিয়ন ডলার এবং সাড়ে ১৫ বছরের কিছুটা বেশি সময়ের মধ্যে মোট ২৫০ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রোববার (২ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র প্রতিবেদনটি হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। আগামীকাল (সোমবার) সংবাদ সম্মেলন করে শ্বেতপত্রের বিস্তারিত জানানো হবে।

প্রতিবেদন দাখিলের সময় উপস্থিত ছিলেন- কমিটির সদস্য সিপিডির বিশিষ্ট ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সিইও ফেরদৌস আরা বেগম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এম তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাশনিম সিদ্দিকী।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। পরে দেশের খ্যাতিমান ১১ জন বিশেষজ্ঞকে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |