বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি: খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুনামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। এবারের রিজিয়ন কাপ ফুটবল টুনামেন্ট খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন মোট ৭টি জোন অংশগ্রহণ করে। এরমধ্যে মহালছড়ি জোন একাদশ এবং মারিশ্যা জোন একাদশ ফাইনাল খেলার সক্ষমতা অর্জন করে।
ফাইনাল ম্যাচে ৯০ মিনিটের খেলায় মহালছড়ি জোন একাদশকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে এবারের রিজিয়ন কাপ ফুটবল টুনামেন্টে চ্যাম্পিয় হওয়ার গৌরব অর্জন করে মারিশ্যা জোন একাদশ। এবং রার্নার আপ হওয়ার গৌরব অর্জন করে মহালছড়ি জোন একাদশ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেন দেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এছাড়াও খাগড়াছড়ির কৃতি সন্তান বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের অন্যতম সদস্য মনিকা চাকমা এবং বাংলাদেশ অনুর্ধ্ব-২০ ফুটবল দলের অন্যতম সদস্য ও দক্ষিণ এশিয়ার সেরা গোল কিপার আসিফ ভূইয়াকে সেনা রিজিয়নের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়রাম্যান ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সামরিক-বেসামরিক কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকেই।
এ টুনামেন্টের শুরু থেকেই মিডিয়া পার্টনার ছিলেন, বেসরকারি টেলিভিশন বাংলাভিশন। ফাইনাল খেলাকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের দ্বারা ভরপুর ছিলো পুরো স্টেডিয়াম। প্রতি বছরই এমন নান্দনিক টুনামেন্ট আয়োজন করার জন্য ফুটবল প্রেমীরা খাগড়াছড়ি সেনা রিজিয়নের প্রতি দাবি জানান।
খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, স্থানীয় যুবকদের মাদক ও অসামাজিক কাজ থেকে দূরে রাখতে এবং পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির বন্ধনের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়ন কতৃক প্রতি বছরের ন্যায় এবারও এ টুনামেন্টের আয়োজন করা হয়। ভবিষ্যতেও সকল সম্প্রদায়ের মানুষের মাঝে ঐক্যতা, শান্তি-সম্প্রীতি বজায় রাখা সহ যুবকদের মাদক থেকে দূরে রাখতে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কতৃক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।