মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওসির মত বিনিময়

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওসির মত বিনিময়

মোহাম্মদ তারেক, রামগঞ্জ (লক্ষিপুর): রামগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেছেন।

শুক্রবার সকাল ১১টায় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জের কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার বাংলাদেশসহ রামগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা এখন একটি শান্তিপূর্ণ দেশে বসবাস করছি। এ ধারা নস্যাৎ করতে একটি কুচক্রিমহল বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত। হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ও মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন ষড়যন্ত্রকারীরা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেশে ও বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করার সুযোগ পায়।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, রামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা, সাধারণ সম্পাদক অমৃত লাল কর্মকার, জেলা বিএনপি নেতা তোফায়েল আহম্মেদ, পৌর বিএনপি নেতা জাকির হোসেন মোল্লা, আলমগীর হোসেন মিয়া, জামায়াত নেতা আবু সালেহ হীরা ও সাংবাদিক মাহমুদ ফারুক প্রমূখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |