মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

পরিবারের জিম্মায় মুন্নী সাহা

পরিবারের জিম্মায় মুন্নী সাহা

অনলাইন ডেস্ক: অসুস্থ হয়ে পড়ায় সাংবাদিক মুন্নি সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অসুস্থতার কারণে আইনি প্রক্রিয়ায় মুন্নি সাহাকে রাতে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকায় মুন্নী সাহাকে দেখে স্থানীয়রা ঘিরে ধরে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সুবিধা নিয়ে সরকারের পক্ষে সাফাইয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া তার টকশো ও প্রতিবেদন নিয়ে নানা আলোচনা-সমালোচনা রয়েছে।

টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাহা। তিনি আজকের কাগজ ও ভোরের কাগজে কাজ করেন। পরবর্তীতে একুশে টেলিভিশনে যোগ দেন। এরপর যান এটিএন বাংলায়। সেখান থেকে এটিএন নিউজে যোগ দেন তিনি। ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে ‘এক টাকার খবর’ নামে একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত হন।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের মামলায় আসামি মুন্নী সাহা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |