হারুনার রশীদ বুলবুল, কেশবপুর : যশোরের কেশবপুর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আগামীকাল ২৪ শে জানুয়ারি থেকে ৭ দিনব্যাপী শুরু হচ্ছে মধুমেলা। এই মেলা উপলক্ষ্যে সাগরদাঁড়িকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। কপোতক্ষ নদ পাড়ের দক্ষিণ পশ্চিমঅঞ্চলের লাখ লাখ মধু ভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ। কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পাড়, জমিদার বাড়ির আম্রকানন,বুড়ো কাঠবাদাম গাছতলা, বিদায় ঘাট, মধু পল্লীসহ মেলা প্রাঙ্গনে ইতিমধ্যেই আসতে শুরু করেছে দর্শনার্থীরা। দৈনিক প্রতিদিনের কেশবপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ হারুনার রশীদ বুলবুল সরেজমিন সাগরদাঁড়ি ঘুরে দেখতে পান, মহাকবির ২০১তম জন্মবার্ষিকী ঘিরে এবারের মধুমেলায় সকলের ভিতর এক ধরনের উৎসাহের আমেজ বিরাজ করছে। মেলা প্রাঙ্গণের বিভিন্ন প্যান্ডেল সহ শিশু বিনোদনের সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় দোকানদারদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের পসরা সাজাচ্ছেন। এছাড়া, যশোর শহরসহ কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে মধুবেলার ফেস্টুন টাঙ্গানো সহ প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।
দর্শনার্থীদের বিনোদনের জন্য নয় দিনব্যাপী সাগরদাড়ির মধুমঞ্চে আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি প্যান্ডেলে সার্কাস, জাদু প্রদর্শনী ও মৃত্যুকুপ যাত্রা অনুষ্ঠান থাকছে। শিশুদের জন্য নাগরদোলা সহ ভিন্ন আয়োজন। এছাড়াও থাকছে কুটির শিল্প সহ গ্রামীন পসরা। মধুমেলা শুরুর আগেই মেলা প্রাঙ্গণের প্রস্তুতি দেখতে বিভিন্ন স্থান থেকে এসেছেন অসংখ্য মানুষ। সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন বলেন, মধুমেলা উপভোগ করার জন্য ইতিমধ্যে সাগরদাঁড়ি এলাকাসহ চারপাশের গ্রামে গ্রামে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। অনেকেই মেয়ে জামাই, বন্ধুবান্ধবসহ অতিথিদের দাওয়াতও দিয়েছেন। প্রত্যেকটি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। এবারের মেলায় লাখো দর্শনার্থী ও মধু প্রেমীদের সমাগম ঘটবে। মধু পল্লীর কাস্টডিয়ান মোহাম্মদ হাসানুজ্জামান বলেন মধুমেলা উপলক্ষে মধু পল্লী সুন্দরভাবে সাজানো হয়েছে। দর্শনার্থীরা মধু পল্লীতে কবির ভাস্কর্য, প্রসূতি স্থল, কাচারী বাড়ি সহ কবির স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করবেন।
মধুমেলা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা (১১ জানুয়ারি ২০২৫) শনিবার বেলা ১২ টায় শুরু হয় মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে কেশবপুরস্ত সাগরদাঁড়ি মধুমঞ্চে অনুষ্ঠিত বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভায় যশোর জেলা প্রশাসক মোঃআজাহারুল ইসলাম এর সভাপতিত্বে ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার অতিঃপুলিশ সুপার, (ডিএসবি) মোঃ রুহুল আমিন , যশোর জেলার অতিঃজেলা প্রশাসক,( সার্বিক) নজিবুল আলম, যশোর জেলার অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, সোহেল আল মোজাহিদ (এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ৪৯ বিজিবি,যশোর), মোঃ হাবিবুর রহমান (এ. এস. পি.) র্যাব-৬ যশোর,কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আবুল হোসেন আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ,কেশবপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান,কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন,কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী ও মধুমেলা যাতে করে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে শুরু হয় এবং শেষ হয় ও আইন শৃঙ্খলা বজায় রাখা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় বিশেষ আইন শৃঙ্খলাবিষয়ক সভায়।