শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

খানসামার রয়েল স্টার স্কুলে পাশের হার শতভাগ

খানসামার রয়েল স্টার স্কুলে পাশের হার শতভাগ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের চৌরঙ্গীবাজার সংলগ্ন এলাকায় ২০১৬ সালের প্রতিষ্ঠিত ও উপজেলাব্যাপী আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান রয়েল স্টার স্কুল এবার প্রথম ব্যাচ এ এসএসসি পরিক্ষায় শত ভাগ পাশের গৌরব অর্জন করেছে। প্রত্যন্ত গ্রাম-অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন সফলতায় বেজায় খুশি অভিভাবক মহলসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে মোট ৯৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ‍A+ পেয়েছে ৫৩ জন, A পেয়েছে ৪১ জন এবং A- পেয়েছে ২ জন। অর্থাৎ পাশের হার শতভাগ।প্রতিষ্ঠানের চমক করা এই ফলাফলের বিষয়ে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, এক ঝাঁক তরুণ মেধাবী প্রতিশ্রুতিশীল শিক্ষক মন্ডলীর নিরলস প্ররিশ্রমের ও শিক্ষার্থীদের কষ্টের ফসল এটি।

শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও উন্নত শ্রেণিপাঠদানে এই পরীক্ষার প্রশংসনীয় ফলাফলের নেপথ্যে ছিলো এ জন্য সকল শিক্ষকদের অনেক অনেক ধন্যবাদ জানাই।আশাকরি আগামি দিনে আরো ভালো ফলাফল এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা করতে পারবে এই বিশ্বাস আমার আছে। এজন্য সবার দোয়া সহযোগীতা প্রয়োজন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |