বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
শাল্লা(সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঘুঙিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে উত্তর শশারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৫ ডিসেম্বর (রবিবার) দুপুরে গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে চূড়ান্তপর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুক্তি হোক মুক্তির হাতিয়ার এ স্লোগানকে সামনে রেখে ‘গ্রামই শান্তির নীড়’ প্রতিপাদ্য বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশগ্রহণ করে ঘুঙিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে এর বিপক্ষে প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার আটগাঁও ইউপির উত্তর শশারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ফাইনাল রাউন্ডে উভয় দলের ৪জন করে প্রতিযোগি অংশগ্রহণ করে। গ্রামই শান্তির নীড় এ প্রতিপাদ্য বিষয়ের উপর দু’টি দলের যুক্তি খণ্ডনে বিজ্ঞ বিচারক মণ্ডলী ঘুঙিয়ারগাঁও মডেল সপ্রাবি’র দলকে বিজয়ী ঘোষণা করেন। শ্রেষ্ঠ বক্তার খ্যাতি অর্জন করে বিজয়ী দলের গ্রুপ লিডার সৌভিক দাশ শাওন।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও মডারেটর সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।
আরও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, উপজেলা রিসোর্স কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ। বক্তারা বলেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নানামুখী উদ্যোগের মধ্যে এটি একটি অন্যতম উদ্যোগ। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা বলেন বক্তারা।
উল্লেখ্য, এই প্রথম শাল্লা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগি ২০২২ অনুষ্ঠিত হলো। গত ৩০ অক্টোবর থেকে ইউনিয়ন পর্যায় পর্ব শেষে ৫ নভেম্বর (রবিবার) ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা শেষ হয়। বিজয়ী দলের হাতে আগামী ১৬ ডিসেম্বর পুরস্কার তোলে দেওয়ার ঘোষণা দেন বিচারক মণ্ডলী।