শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে গফরগাঁও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৩

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে গফরগাঁও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৩

আব্দুল হালিম সরদার, গফরগাঁও: ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও উপজেলার সর্বাধিক পরিচিত সমাজসেবামূলক অনলাইন প্লাটফর্ম ”গফরগাঁও হেল্পলাইন’ (Gafargaon Helpline) কর্তৃক আয়োজিত রমজান কেন্দ্রীক আয়োজন গফরগাঁও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে । শুক্রবার (১৪এপ্রিল) জুমার নামোজের পর পৌর শহরের নিকটবর্তী এস এম মাইন উদ্দিন পার্টি প্যালেসে বেশ জাকজমকপূর্ণ ভাবেই শুরু হয় অনুষ্ঠানটি।

প্রথম স্থান অর্জন করেছে মাহমুদুল হাসান মাহিন, দ্বিতীয় স্থান অর্জন করেছে মোঃ নাজমুল ইসলাম, তৃতীয় স্থান অর্জন করেছে আনাস মোঃ জুবায়েরুল হাসান। তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ১০ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারী ৭ হাজার ও তৃতীয় স্থান অর্জনকারী পেয়েছেন ৫ হাজার টাকার প্রাইজমানি। ও সম্মাননতা স্মারক। এছাড়াও প্রথম ১০ বিজয়ীকে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করে গফরগাঁও হেল্পলাইন।

এর আগে উপজেলার ১৫টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে ৯২টি মাদ্রাসা প্রতিষ্ঠানের ১০ থেকে ১৮ বছরের দুই শতাধিত প্রতিযোগী অনলাইনের মাধ্যমে ১ম রাউন্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে তাদের মধ্যে সেরা ৩০ জনকে বাছাই করে ২য় রাউন্ড বাছাই শেষে চুড়ান্ত পর্বে সেরা ৩জন সহ দশ জনকে ফলাফল ঘোষণা করে পুরষ্কৃত করা হয়। গফরগাঁওয়ের বিভিন্ন অঞ্চল থেকে ৯২টি মাদ্রাসার প্রতিযোগী সহ সর্বস্তরের মানুষের দৃষ্টি নন্দন উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত ও আন্দলিত করেছে জানিয়ে গফরগাঁও হেল্পলাইনের প্রধান সমন্বয়ক আকরাম হোসাইন তাহসিন বলেন অামরা গুরি কয়েক জেনারেল পড়ুয়া ছেলে মিলে পুরো গফরগাঁওয়ের মাদ্রাসাগুলে থেকে এতটা সারা পাব ভাবিনি।

ভবিষ্যতে এমন সারা পেলে আগামী সময়গুলোতে আরো বড় পরিষরে আয়োজন করার আশা প্রকাশ করে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান আকরাম হোসাইন তাহসিন।
গফরগাঁও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন গফরগাঁও উলামা সমিতির সিনিয়র সভাপতি মাওলানা আজিজুর রহমান, সহ-সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |