বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

দুমকি প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

দুমকি প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম,দুমকিঃ পটুয়াখালীর দুমকি প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দুমকি প্রেসক্লাবে সভাপতি সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে ও কাজী বেলাল হোসেন দুলালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এইচ‌এম মাসুদ আল মামুন, ওসি তদন্ত মোঃ মাহাবুবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সালাম, উপজেলা প্রকৌশলী মোঃ ইউনুছ আলী, বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, জাতীয় পার্টির সার্জেন্ট (অব:) ফজলুল হক, কৃষক লীগের আহ্বায়ক আলহাজ্ব আজাহার আলী মৃধা ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক সবুজ শিকদার প্রমুখ। এসময় দুমকি প্রেসক্লাব, প্রেসক্লাব দুমকি ও মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিনিধিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |