শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
ইয়াছমিন মুন্নী, কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের মাইজপাড়ার শতবর্ষী আলেমেদ্বীন মাওলানা আবুল বশর (১০২) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ শিক্ষক মাওলানা আবুল বশর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ছিলেন ঐতিহ্যবাহী ঈদগাঁও আলমাছিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার সিনিয়র শিক্ষক। শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ আদায় করা হয়। পরে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।