বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:০১ অপরাহ্ন

সেন্টমার্টিনে বেড়েছে পানির উচ্চতা, চলছে মুষলধারে বৃষ্টি

সেন্টমার্টিনে বেড়েছে পানির উচ্চতা, চলছে মুষলধারে বৃষ্টি

সেন্টমার্টিনে বেড়েছে পানির উচ্চতা, চলছে মুষলধারে বৃষ্টি

বিশেষ প্রতিনিধি: ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে সেন্টমার্টিন দ্বীপে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। রোববার সকাল থেকেই ঝড়ো বাতাস বইছে। এছাড়া বৃষ্টি হচ্ছে মুষলধারে। দ্বীপের বাসিন্দা শামসুল আলম জানান, ঘূর্ণিঝড় মোখা যতই তীরের কাছাকাছি আসছে, ততই বাতাসের তীব্রতা বেড়েই চলেছে। দুপুরের দিকে জোয়ার আসা শুরু হলে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে সাগর খুবই উত্তাল হয়ে পড়েছে। বাতাসের গতি উত্তর-পূর্ব দিক হলেও মাঝেমাঝে দিক পরিবর্তন হচ্ছে। চরম আতঙ্ক ও উৎকন্ঠায় আছে দ্বীপের প্রতিটি মানুষ। দ্বীপের প্রায় সব মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। বিদ্যুৎ না থাকায় অনেকের মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, এ মুহূর্তে সেন্টমার্টিন দ্বীপে স্বাভাবিক দিনের চেয়ে পানির উচ্চতা দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। তবে আতঙ্কের কোনো কারণ নেই। নৌবাহিনী প্রস্তুতি গ্রহণ করেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |