শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

টেকনাফে ভেঙে পড়ছে ঘরবাড়ি-গাছপালা

টেকনাফে ভেঙে পড়ছে ঘরবাড়ি-গাছপালা

টেকনাফে ভেঙে পড়ছে ঘরবাড়ি-গাছপালা

টেকনাফ ,কক্সবাজার : টেকনাফের বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ছে। ঘরবাড়ির চালা উড়ে যাওয়ার তথ্যও পাওয়া গেছে। টেকনাফ সদর, পৌর এলাকা, সাবরাং, কল্যাণপাড়া, জাদিমুড়া রোহিঙ্গা শিবির এলাকায় প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকায় লোকজনকে সড়ক থেকে গাছ সরাতে দেখা যায়। শহরের বিভিন্ন এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা।সরেজমিনে বেলা তিনটার দিকে জাদিমুরা শিবিরে দেখা গেছে, নারী ও শিশুদের আলাদা করে মসজিদ-মক্তবে রাখা হয়েছে।টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, ঝড়ে ইতোমধ্যে টেকনাফ ও সেন্টমার্টিন ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। বেশ কিছু এলাকায় গাছগাছালি-ঘরবাড়ি ভেঙে গেছে। দুই এলাকায় বেশ কয়েকজনের আহত হওয়ার সংবাদ পেয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |