বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

ত্রিশালে চিত্রনায়ক আমিন খান তুলে দিলেন লাখ টাকার পুরস্কার

ত্রিশালে চিত্রনায়ক আমিন খান তুলে দিলেন লাখ টাকার পুরস্কার

ত্রিশালে

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে মার্সেল পণ্য বিজয়ী রফিকুল ইসলামের হাতে এক লাখ টাকার ভাউচার পুরস্কার তুলে দিয়েছেন মার্সেল ব্র্যান্ড এম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। শুক্রবার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালির মোড় এলাকায় জামান ইলেকট্রনিক্স এ উপস্থিত হয়ে তিনি এই পুরস্কার গুলো তুলে দেন।

পুরস্কার বিজয়ী রফিকুল ইসলাম জানান, জামান ইলেকট্রনিক্স থেকে ৪০ হাজার টাকায় মার্সেল ফ্রিজ কিনে এক লক্ষ টাকার ভাউচার উপহার পাব এটা স্বপ্নে ভাবতে পারিনি। দেশের এত বড় চিত্রনায়ক আমিন খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করে খুবই ভালো লাগছে।

আরও  পড়ুন:  ফের ৪৮ ঘণ্টার অবরোধ

মার্সেল ব্র্যান্ড এম্বাসেডর চিত্রনায়ক আমিন খান জানান, ত্রিশাল এসে সবার আতিয়েথতা খুবই ভালো লাগছে। সকলকে দেশীয় পন্য হিসেবে মার্সেলে পন্য সবাইকে ব্যবহার করতে আহবান জানাই। দেশীয় পন্য ব্যবহারে দেশের অর্থনৈতিক উন্নয়ন সুদূর প্রসারী হবে।

এসময় উপস্থিত ছিলেন মার্সেল গ্রুপের সহকারী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান, মার্সেল নর্থ এর বিভাগীয় প্রধান মোঃ কুদরত-এ-খোদা(সাফওয়ান), এরিয়ার ম্যানেজার মোঃ আমির হোসেন, প্রোডাক্ট ম্যানেজার শহিদুল ইসলাম রেজা, স্থানীয় বালিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, ত্রিশাল প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন, সাধারণ সম্পাদক মেহেদি জামান লিজন, সাংবাদিক রাকিবুল হাসান সুমন প্রমূখ।

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |