বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:০১ অপরাহ্ন

ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেলআরোহী নিহত

ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেলআরোহী নিহত

মানসুর আলম মুন্না – কক্সবাজার: কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁহাতিয়াপাড়া রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যথাক্রমে কাঁহাতিয়াপাড়ার বাসিন্দা মো: হোসাইন এবং আবদুল মজিদের ছেলে ওয়াহেদ (২২) মাহমুদ হোছন (২৫)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার ইয়াছিনুল হক জিকু বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস নিকটতম দূরত্বে চলে আসা অবস্থায় মোটরসাইকেলআরোহী ওয়াহেদ ও মাহমুদ হোছন রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায় ও ট্রেনের ধাক্কায় তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় ট্রেন মোটরসাইকেলটিকে ঠেলে কয়েক কিলোমিটার দূরে নিয়ে যায়। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দু’টি ঘটনাস্থলে ছিল বলেও জানান তিনি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার খবর রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছেছে।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |