বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
এম আর সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর): জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৬৫ জন গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে মাদারগঞ্জ মডেল থানা চত্বরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম (ক্রাইম এন্ড অপস), মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ফিরোজ উদ্দিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারগঞ্জ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ছাইদুল ইসলাম।