বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

বুদ্ধিজীবী দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

বুদ্ধিজীবী দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

ওয়াসিফ আল আবরার, ইবি:  শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ এ বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক সামি আল সাদ আওনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সদস্য মোস্তাক মোর্শেদ ইমন, মংক্য চিং মারমা, সাদিয়া আফরিন অমিন্তা, ওয়াসিফ আল আবরার, নুরে আলম, রবিউল আলম, ওয়াসিফুর রহমান, ফারহানা ইয়াসমিন সহ অন্যান্য সদস্যরা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদের স্মরণে একমিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |