বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় ট্রেনের টিটি’কে ছুরিকাঘাত

কুষ্টিয়ার খোকসায় ট্রেনের টিটি’কে ছুরিকাঘাত

চয়ন আহমেদ, কুষ্টিয়াঃ কুষ্টিয়া খোকসার শোমসপুর এলাকায় ট্রেনের এক টিটি’কে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। আহত টিটি’র নাম সোহেল রানা। সে দিনাজপুর সদরের আনারুল ইসলামের ছেলে৷ গত ২০১৬ সালে বাংলাদেশ রেলওয়েতে চাকুরি পান। পোড়াদহ থেকে রাজবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে একদল যুবক তার (সোহেল রানা) উপর হামলা করে।

ঘটনার বিষয়ে আহত সোহেল রানা বলেন, শোমসপুর এলাকার কিছু যুবক ট্রেনে যাত্রাকালে ভাড়া দিতে চাই না। ভাড়া চাওয়ার বিষয় নিয়ে গত ছয় থেকে সাত মাস আগে একদল যুবকের সাথে তর্কবিতর্কের ঘটনা ঘটে। ওই সময় টিটি সোহেল রানা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে বিষয়টি সমাধান হয়।

জানা গেছে, রবিবার (২২ ডিসেম্বর) দুপুর একটার পর পোড়াদহ থেকে রাজবাড়ী ছেড়ে যাওয়া ট্রেনে শোমসপুর এলাকায় আবারো হতাহতের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার বিষয়ে ট্রেনের টিটি আহত সোহেল রানা জানান, শোমসপুর এলাকায় সাটেল ট্রেন পৌছালে ১৫ থেকে ২০জন যুবক এসে ট্রেন থেকে তাকে নামতে বলেন। তাদের কথা মতো ট্রেন থেকে না নামায়, আমাকে ট্রেনের মধ্যে কিল ঘুষি মারতে থাকে, পরে পিছন থেকে ছুরিকাঘাত করে। সেখান থেকে স্থানীয়রা আমাকে খোকসা হাসপাতালে নিয়ে যায়। পরে সদর হাসপাতালে তাকে রেফার্ড করা হয়। হামলাকারীরা টিটির পোশাক টেনে হিসড়ে ছিরে ফেলে এবং টিকিটের বহি ও কাছে থাকা নগদ টাকা পয়সা নিয়ে যায়৷

এবিষয়ে ট্রেনের অন্য টিটি সাকিব বলেন, মাছপাড়া এলাকায় ট্রেন পৌছালে সংবাদ পান সোহেল রানাকে ছুরিকাঘাত করেছে। তারা দুজন আলাদা বগিতে থাকায় পরে সংবাদ পেয়ে ছুটে আসেন। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন এবং কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার কথা জানান। তবে রিপোর্ট লেখা অবস্থায় মামলার প্রস্তুতি চলছিলো।

এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সুচালো ছুরি জাতীয় জিনিস দিয়ে পিছনে ডান পাশে আঘাত করা হয়েছে। ক্ষত স্থানে শেলায় করে তাকে বেডে রাখা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |