বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

মিরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

মিরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

কামরুল হাসান, মিরসরাই: মিরসরাইয়ে দেশীয় তৈরী ২টি আগ্নেয়াস্ত্র, পিস্তলের ম্যাগাজিন, কার্তুজ সহ অস্ত্রব্যবসায়ী মো. বাহারকে (৫০) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পূর্ব ইছাখালী বিলের মধ্যে সালাউদ্দিনের খামারের পাশে রাস্তার উপর থেকে অস্ত্রব্যবসায়ী মো. বাহারকে গ্রেফতার করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একটি সন্ত্রাসী গ্রুপ মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অস্ত্রের মহড়া চলত।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, বুধবার রাত ১টায় এসআই (নিঃ) হাবিবুর রহমানের নেতৃত্ব জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পূর্ব ইছাখালী বিলের মধ্যে সালাউদ্দিন এর খামারের পাশে কাঁচা রাস্তার উপর অভিযান চালানো হয়।

এসময় মোঃ বাহারকে ১টি নেভি ব্লু রংয়ের হ্যান্ডব্যাগের ভিতর ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র পাইপ গান, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি বার বোর শর্ট গানের তাজা কার্তুজ এবং অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত ১টি নাম্বারবিহীন সিএনজি অটোরিকসা সহ গ্রেফতার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিকসায় থাকা ৪ জন আসামী দৌড়ে অন্ধকারে পালিয়ে যায়। এঘটনায় গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। মো. বাহারকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |