বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ের বাসে দলীয় কর্মসূচিতে জাবি ছাত্রদল 

বিশ্ববিদ্যালয়ের বাসে দলীয় কর্মসূচিতে জাবি ছাত্রদল 

শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিরুদ্ধে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের অভিযোগ উঠেছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে একটি ডাবল ডেকার (ঢাকা মেট্রো-ব ১৫-৬৩৮৩) ও একটি সিঙ্গেল ডেকার (ঢাকা-স ১১-০০২০) বাস যোগে নিজেদের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে।
পরিবহন অফিস সূত্রে জানা যায়, পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জামাল উদ্দিন রুনু এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সালেহ আহমেদ ব্যাক্তিগত কারণ দেখিয়ে ছাত্রদলের প্রোগ্রামের জন্য বাস রিকুইজিশন নিয়ে দিয়েছে৷
এ ব্যাপারে অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, বাস চাইতে আমার কাছে কয়েকজন শিক্ষার্থী  এসেছিলো। আমি ব্যাক্তিগত উদ্যোগে তাদের বাস রিকুইজিশন দিয়েছি। আর তাছাড়া বাংলাদেশে তো রাজনীতি  নিষিদ্ধ না। তারা বাস নিয়ে তাদের রাজনৈতিক প্রোগ্রামে যেতেই পারে। তবে ব্যাপারে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ আহমেদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে দুপুর সাড়ে ১২ টায় ছাত্রদলের কমিটিতে ত্যাগী ও নির্যাতিতদের পদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের বাস যোগে একই দাবিতে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |