শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”নওগাঁয় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”নওগাঁয় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নাজমুল হক, নওগাঁ: বাংলাদেশের বিভিন্ন স্থানে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে আয়োজিত হয়। ৯ জানুয়ারি ২০২৫ তারিখে নওগাঁর মান্দায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়

এসময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম গোলাম আজম ,১৪নং বিষ্ণুপুর  ইউপি সচীব রেজাউল করিম , সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য টপি,রেহেনা এবং ছবিজান  ইউপি সদস্য বেলাল, সুইট আলম,  সাইফুল ইসলাম, মোখলেসুর রহমান, এনামুল হক ,মোঃ আব্দুস সালাম,  সজীব হাসান মিতু , মোঃ আজিজ এবং হান্নান শাহানা । এছাড়াও পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছাত্র /ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

দিনব্যাপী বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সমাপ্তি শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

এসময় ইউপি চেয়ারম্যান এস,এম গোলাম আজম বলেন আজকের এই কর্মশালায় আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এই কর্মশালাটি আমাদের তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং দেশপ্রেমকে উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

আমরা জানি, তরুণরাই একটি জাতির চালিকাশক্তি। তাদের চিন্তা-ভাবনা, উদ্ভাবন এবং উদ্যোগই আগামীর বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই কর্মশালার মাধ্যমে আমরা জানতে চাই, কীভাবে তারুণ্যের দৃষ্টিভঙ্গি দিয়ে একটি উন্নত, সুষ্ঠু এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা যায়।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে আমরা একত্রে শপথ নিতে চাই, আমাদের সকল কাজের মাধ্যমে শুধু নিজেদের নয়, বরং দেশের উন্নয়নে ভূমিকা রাখবো। এই কর্মশালায় আপনাদের মতামত এবং প্রস্তাবনা আমাদের জন্য অমূল্য।

আমাদের এই উদ্যোগে অংশগ্রহণের জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, আজকের আলোচনাগুলো আমাদের উন্নয়ন পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |