বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্র সৈকতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

কক্সবাজার সমুদ্র সৈকতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

কক্সবাজার অফিস: কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের প্যান্টের পকেট থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয় পত্রের তথ্যমতে, তার নাম গোলাম রব্বানী। তিনি খুলনার দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ার বাসিন্দা গোলাম আকবরের ছেলে।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশার চালক আব্দুস সালাম বাবু জানান, সাড়ে ৮টার দিকে সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে এক ব্যক্তিকে হঠাৎ গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় তার চিৎকার শুনে এগিয়ে যান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের কপালে গুলি করা হয়েছে। নিহতের কাছ থেকে দুটি মোবাইল ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, নিহত ব্যক্তি পর্যটক ছিলেন না কি না সেটি এখনো জানা যায়নি। পুলিশের কয়েকটি টিম একযোগে কাজ করছে অপরাধীদের ধরতে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |