বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

ওসি পরিচয়ে চাঁদাবাজির সময় ছাত্রদলের আহ্বায়ক আটক

ওসি পরিচয়ে চাঁদাবাজির সময় ছাত্রদলের আহ্বায়ক আটক

ওসি পরিচয়ে চাঁদাবাজির সময় ছাত্রদলের আহ্বায়ক আটক

নিজস্ব  প্রতিবেদক: দিনাজপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয়ে হিন্দু সম্প্রদায়ের বাবা ও ছেলেকে অপহরণ এবং চাঁদা দাবির অভিযোগে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাককে এক সহযোগীসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় ভুক্তভোগী চৈতু বর্মণ বাদী হয়ে আব্দুর রাজ্জাকসহ আট জনের নামে কোতয়ালী থানায় মামলা করেছে। এরপর ছাত্রদলের জেলা কমিটি আজ শুক্রবার আব্দুর রাজ্জাককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, ‘আব্দুর রাজ্জাক কোতয়ালী থানার ওসি পরিচয়ে সদর উপজেলার ভাটানি (ঠাকুরবাড়ি) এলাকায় চৈতু বর্মণ ও তাঁর ছেলে ইমন চন্দ্র বর্মণকে গত ৭ জানুয়ারি অপহরণ করেন। এরপর তাদের শেখপুরা ইউনিয়নের মাধবপুর গ্রামে মহেষ চন্দ্র নামের একজনের বাড়িতে আটকে রাখে। পরে তাদের ছেড়ে দেওয়ার জন্য একলাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকার জোগাড়ের জন্য গত বুধবার তাদের চৈতু বর্মণ ও তাঁর ছেলেকে ছেড়ে দেয় আসামিরা। গতকাল রাতে আব্দুর রাজ্জাক তাঁর দলবল নিয়ে চৈতু বর্মণের বাড়িতে গিয়ে চাঁদার টাকা দাবি করে। এসময় গ্রামবাসী এগিয়ে এসে আব্দুর রাজ্জাকসহ মো. আপেল নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।’

ওসি মতিউর রহমান জানান, ‘এ ঘটনায় আজ চৈতু বর্মণ কোতয়ালী থানায় আব্দুর রাজ্জাকসহ আটজনের নামে মামলা করেছেন। আটককৃতদের বিকেলে আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |