বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

টাঙ্গাইলে গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময়

টাঙ্গাইলে গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময়

অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল : জুলাই-আগস্টে অভ্যুত্থানে টাঙ্গাইলে আহতদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যােগে এ সভা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, সংগঠনের জেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও জুলাই-আগস্টে অভ্যুত্থানে আন্দোলনে আহতরাও বক্তব্য রাখেন।এ সময় ক্ষোভ প্রকাশ করে আহতরা বলেন, গণ অভ্যুত্থানের আন্দোলনে অংশ নিয়ে আমরা বিভিন্ন ভাবে আহত হয়ে ছিলাম। কিন্তু এখন পর্যন্ত আমরা যথাযথ সুচিকিৎসা পাচ্ছি না। এতে আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা যথাযথ সুচিকিৎসার দাবি করছি। উল্লেখ্য, বিভিন্ন স্থানে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের ৯ জন নিহত এবং ২০৬ জন আহত হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |