বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

মিরসরাইয়ে ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিরসরাইয়ে ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কামরুল হাসান, মিরসরাই : স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাইয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩ টায় চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে স্বেচ্ছাসেবীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

সংগঠনের সিনিয়র সদস্য আরিফ হাসান ও প্রতিষ্ঠাতা এডমিন তানভির হাসান মুরাদের যৌথ সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাতা এডমিন মেহেদী হাসান ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন শান্তি নীড়ের সভাপতি নিজাম উদ্দিন, হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, উদয়ন ক্লাবের উচ্চ পরিষদের সদস্য মাকসুদ আলম শাহিন, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক এর উপদেষ্টা সাংবাদিক আনোয়ার হোসেন, উপদেষ্টা শিমুল, উপদেষ্টা সাংবাদিক কামরুল ইসলাম, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, সোনালী স্বপ্নের সাবেক সভাপতি মঈনুল হোসেন টিপু , অনির্বাণ যুব সংঘের সভাপতি সরোয়ার উদ্দিন,সহ প্রায় ৩০টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সর্বোচ্চ রক্ত দাতা, সেরা সংগঠক, উপদেষ্টা পরিষদকে সম্মাননা, সামাজিক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্ত দান মানে জীবন দান। রক্ত দান সামাজিক কাজের মধ্যে সবচেয়ে মহৎ কাজ। রক্ত দাতাদের অনেক সময় বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। হয়রানি থেকে উত্তরণের বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া একটি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |