বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

ডোমারে ট্রাক চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন

ডোমারে ট্রাক চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন

মাহমুদ হাচান, শিশু সাংবাদিক: নীলফামারীর ডোমারে ট্রাক চলাচল বন্ধ এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারী) সকাল ১১টায় ডোমার রেলগেটের সামনে হৃদয়ে ডোমারের সহযোগিতায় নবজাগরণ ডোমারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ সোহেল রানা, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, ছাত্র প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন, অর্নব আহমেদ আলিফ, কামরুল ইসলাম আরেফি সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, হাইওয়ে দিয়ে ট্রাক না গিয়ে, ডোমার বাজার হয়ে ট্রাকগুলো চলাচল করায় যানজট সহ সড়কে প্রায় ঘটছে বিভিন্ন দূর্ঘটনা সহ মৃত্যুর ঘটনা। অতিসত্বর ট্রাক চলাচল বন্ধ এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে না আনলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে এবং তারা প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেন।

উল্লেখ্য, যেখানে সেখানে অটো, সিএনজি, ভ্যান, রিক্সা যন্ত্রতন্ত্র ভাবে না রাখা, বাস কাউন্টারগুলো হাইওয়েতে স্থানান্তর। স্কুল কলেজের সামনে সড়কে জেব্রা ক্রসিং দেওয়া সহ ১২ তফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |