বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

বান্দরবানে জমিতে কাজ করতে গিয়ে এক নারী গুলিবিদ্ধ

বান্দরবানে জমিতে কাজ করতে গিয়ে এক নারী গুলিবিদ্ধ

মো. ইসমাইলুল করিম, লামা (বান্দরবান): পার্বত্য জেলার বান্দরবানের রোয়াংছড়িতে জমিতে কাজ করতে গিয়ে উমেপ্রু মারমা (৩৪) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে সে বিষয়ে জানা যায়নি। সোমবার (১৩ জানুয়ারী) সকালে তাছাড়া ইউনিয়নের হেমাগ্রী পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি- তাছাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেমাগ্রী পাড়া গ্রামে মৃত: সাচিং প্রু মারমা।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে গুলির আওয়াজ শুনতে পান এলাকাবাসীরা। ঘটনাস্থলে গিয়ে দেখেন গুলিবিদ্ধ হয়ে এক নারী জমিতে পড়ে আছে। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত ভাই ক্যচিং নু বলেন, গতকাল গ্রামের বাড়িতে বেড়াতে এসেছেন। ভোরে জমিতে কাজ করতে যাওয়ার সময় তার গায়ে গুলি লেগে মাটিতে পড়ে যান। গ্রামবাসীরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।

তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা বলেন, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়েছি কাজ করতে যাওয়ার সময় এক নারী গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক শুভ্র মুকুল বলেন, কাজ করতে গিয়ে এক নারী গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পেয়েছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে-ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি, বিস্তারিত পরে বলা যাবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |