শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

ঘিরে রাখা ভবন থেকে ৬ ককটেল ও বিস্ফোরক উদ্ধার

ঘিরে রাখা ভবন থেকে ৬ ককটেল ও বিস্ফোরক উদ্ধার

ভবন

নিজস্ব  প্রতিবেদক:  ঢাকার নবাবপুর রোডের ঘিরে রাখা বাড়ি থেকে থেকে লাল-কালো স্কচটেপ মোড়ানো ছয়টি ককটেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব। পাশাপাশি অভিযান শেষ করেছে র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিট। সোমবার (১৩ নভেম্বর) মধ্যরাতে ২২২ নম্বর নবাবপুর রোডের বাড়িটিতে অভিযান চালায় র‍্যাব।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির শেষ দিন আজ

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‍্যাব। তবে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

অভিযানের বিষয়ে র‍্যাব-৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নবাবপুর রোডের একটি নির্মানাধীন বাড়ির পরিত্যক্ত জায়গায় এসবের সন্ধান পায় র‍্যাব। এখানে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। কে বা কারা কী উদ্দেশ্যে এসব ককটেল ও বিস্ফোরক দ্রব্য জড়ো করেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। এর আগে, বোমা সন্দেহে সোমবার রাত পৌনে ১২টার দিকে ভবনটি ঘিরে রাখে র‍্যাব।

 

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |