শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

রাজধানীতে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে ৪ শ্রমিক দগ্ধ

রাজধানীতে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে ৪ শ্রমিক দগ্ধ

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে আগুনে দগ্ধ হয়েছেন চার শ্রমিক। তারা হলেন মো. মুজাফফর (২৬), মো. রফিকুল (১৮), মো. রবিন (১৯) ও সরলাল দাস (৪৫)। সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আরো  পড়ুন: মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ মুজাফফর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তালতলায় নুরানি কনস্ট্রাকশন নামে একটি বিল্ডিংয়ে কেমিক্যালের (তারপিন) ড্রাম কাটার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে চারজন শ্রমিকের শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, শ্রমিকদের হাতে-পায়ে বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। তাদের চারজনকেই রাখা হয়েছে অবজারভেশনে। তবে তারা চারজনই শঙ্কামুক্ত।

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |