শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

রাজধানীতে ৭৭ লিটার দেশি মদসহ কারবারি গ্রেফতার

রাজধানীতে ৭৭ লিটার দেশি মদসহ কারবারি গ্রেফতার

রাজধানীতে ৭৭ লিটার দেশি মদসহ কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুসসালাম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৭ লিটার দেশি মদসহ নুরু মাতব্বর (৪৮) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনগত রাতে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকার একটি ভাড়াবাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। দারুসসালাম থানা সূত্রে জানা যায়, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সিটি কলোনির একটি বাড়িতে মাদকদ্রব্য আছে এমন সংবাদে সেখানে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে ৭৭ লিটার দেশি মদ, মাদক বিক্রির ৪ হাজার ২৫ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |