বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
একেএম,রুহুল আমীন স্বপন: ৩৬ জুলাই গণ অভ্যুত্থানে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ৯২ শহিদের নাম প্রকাশ করে(জেআরএ)। গতকাল রাজধানীর উত্তরার ৩নং সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে JULY REVOLUTIONARY ALIANCE ( JRA )নামক সংগঠন ১৮ জুলাই ২০২৪ থেকে ৩৬ জুলাই খ্যাত ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র /ছাত্রী ও জনগনের আন্দোলনের সময় আওয়ামী পুলিশ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদের গুলিতে নিহত ৯২ শহিদের নাম পরিচয় প্রকাশ করে(জেআরএ)। এর মধ্যে আলোচিত নাম শহিদ মুগ্ধ।
তার জানাযা উত্তরা ১৪ নং সেক্টর ,রোড-১৮ জামে মসজিদে ,শুক্রবার বাদ জুম্মায় অনুষ্ঠিত হয়। পরে তাকে কামারপাড়া(বামনাড়টেক) কবর স্হানে সমাহিত করা হয়। কবর স্হানের রেজিস্ট্রার এ ১০০ নং সিরিয়ালে মুগ্ধর নাম লেখা পাওয়া যায়। ব্যানারে লেখা ছিলো, “উত্তরায় বুকের পাজরে দূর্গ গড়া, বীর শহীদের তালিকা প্রকাশ ” তালিকায় ৯২ শহিদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবি, ১০ জন ব্যবসায়ী , ০৫ জন ড্রাইভার , ০২ জন ইমাম , ০১ জন চিকিৎসক , ১১ জন অজ্ঞাত নামা ও ১৯ জন অন্যান্য মোট ৯২ শহিদের নাম পরিচয় প্রকাশ করে(জেআরএ)।
সন্মেলনে মুখপাত্র (JULY REVOLUTIONARY ALIANCE ) বলেন,গন অভ্যুত্থান এর পরবর্তীতে আমরা আহত ও শহিদদের সঠিক সংখ্যা নিরুপণের জন্য আপ্রাণ চেষ্টা করে তথ্য সংগ্রহ ও ডিজিটাল ওয়েব আর্কাইভ তৈরির কাজ করছি বলে জানান মুখপাত্র ফান্তাসির মাহমুদ। তিনি আরো বলেন ,জুলাই ২০২৪ অভ্যুত্থানের সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্ম মনে রাখবে ,বাংলাদেশ যতোদিন বেচে থাকবে।