বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

জুলাই আগষ্ট -২৪ কে ভূলে যাওয়া মানে বাংলাদেশকে ভূলে যাওয়া

জুলাই আগষ্ট -২৪ কে ভূলে যাওয়া মানে বাংলাদেশকে ভূলে যাওয়া

একেএম,রুহুল আমীন স্বপন: ৩৬ জুলাই গণ অভ্যুত্থানে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ৯২ শহিদের নাম প্রকাশ করে(জেআরএ)। গতকাল রাজধানীর উত্তরার ৩নং সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে JULY REVOLUTIONARY ALIANCE ( JRA )নামক সংগঠন ১৮ জুলাই ২০২৪ থেকে ৩৬ জুলাই খ্যাত ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র /ছাত্রী ও জনগনের আন্দোলনের সময় আওয়ামী পুলিশ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদের গুলিতে নিহত ৯২ শহিদের নাম পরিচয় প্রকাশ করে(জেআরএ)। এর মধ্যে আলোচিত নাম শহিদ মুগ্ধ।

তার জানাযা উত্তরা ১৪ নং সেক্টর ,রোড-১৮ জামে মসজিদে ,শুক্রবার বাদ জুম্মায় অনুষ্ঠিত হয়। পরে তাকে কামারপাড়া(বামনাড়টেক) কবর স্হানে সমাহিত করা হয়। কবর স্হানের রেজিস্ট্রার এ ১০০ নং সিরিয়ালে মুগ্ধর নাম লেখা পাওয়া যায়। ব্যানারে লেখা ছিলো, “উত্তরায় বুকের পাজরে দূর্গ গড়া, বীর শহীদের তালিকা প্রকাশ ” তালিকায় ৯২ শহিদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবি, ১০ জন ব্যবসায়ী , ০৫ জন ড্রাইভার , ০২ জন ইমাম , ০১ জন চিকিৎসক , ১১ জন অজ্ঞাত নামা ও ১৯ জন অন্যান্য মোট ৯২ শহিদের নাম পরিচয় প্রকাশ করে(জেআরএ)।

 

সন্মেলনে মুখপাত্র (JULY REVOLUTIONARY ALIANCE ) বলেন,গন অভ্যুত্থান এর পরবর্তীতে আমরা আহত ও শহিদদের সঠিক সংখ্যা নিরুপণের জন্য আপ্রাণ চেষ্টা করে তথ্য সংগ্রহ ও ডিজিটাল ওয়েব আর্কাইভ তৈরির কাজ করছি বলে জানান মুখপাত্র ফান্তাসির মাহমুদ। তিনি আরো বলেন ,জুলাই ২০২৪ অভ্যুত্থানের সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্ম মনে রাখবে ,বাংলাদেশ যতোদিন বেচে থাকবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |