বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল শুরু কমে যাবে খরচ, আমদানি রপ্তানি আসবে প্রবৃদ্ধি

চট্টগ্রাম থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল শুরু কমে যাবে খরচ, আমদানি রপ্তানি আসবে প্রবৃদ্ধি

চট্টগ্রাম থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল শুরু কমে যাবে খরচ, আমদানি রপ্তানি আসবে প্রবৃদ্ধি

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথমবারের মতো মাছ ও সবজিসহ বিভিন্ন পণ্য নিয়ে রবিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে কনটেইনারবাহী জাহাজ ‘হং এন’। আগামী ১৫ দিনের মধ্যে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের সেখানে পৌঁছানোর কথা রয়েছে।গত রবিবার (৭ মে) সকালে চীন থেকে আসা জাহাজটি চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি ছেড়ে যায়। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ফ্রান্সভিত্তিক শিপিং কোম্পানি ‘সিএমএ-সিজিএম’ চট্টগ্রাম বন্দর থেকেই সরাসরি জেবেল আলী বন্দরে এই কনটেইনার জাহাজ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে।

গত ৫ মে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ জেটিতে ভেড়ে জাহাজটি। পণ্য বোঝাই করে গত ৭ মে দুবাইয়ের জেবেল আলী বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজ ‘হং এন’। মেরিন ট্রাফিকর তথ্যমতে, জাহাজটি আগামী ১১মে প্রথমে কলম্বো পৌছার কথা রয়েছে। এবার চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য রুটে জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। এর ফলে আমাদের ব্যবসায়ীদের খরচ অনেকাংশে কমে যাবে। সবচেয়ে বড় কথা বায়াররা যথাসময়ে তাদের পণ্য হাতে পাবেন। রিয়ার এডমিরাল এম শাহজাহানের সাথে সহমত জানিয়ে বন্দর ব্যবহারকারীরা বলছেন, আগে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে পণ্য পাঠালে তা বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে চট্টগ্রামে আসতো। এতে করে একমাসের বেশি সময় লাগতো। আর এখন ১৫ দিনে পণ্য আনা-নেওয়া করা সম্ভব হবে।

পাশাপাশি সময় ও খরচ অনেকাংশে কমে যাবে। সমুদ্রপথে পণ্য পরিবহনের এ সুযোগ বিশ্বজুড়ে নতুন বাজার সৃষ্টির সুযোগ তৈরি করবে বলে মনে করছেন তারা। বিজিএমইএ চট্টগ্রামের প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, আগে বায়ারদের কাছে পণ্য পাঠাতে একমাসেরও বেশি সময় লাগতো। তবে এখন সরাসরি জাহাজ চালু হওয়ার কারণে সহজে ও দ্রুত সময়ের মধ্যে আমদানিকারকদের কাছে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে। সময় সংক্রান্ত জটিলতা এখন দূর হচ্ছে।জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন কারখানায় বানানো পণ্য চীন, পর্তুগাল, স্লোভেনিয়া, ইতালি, সিঙ্গাপুর, শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়া, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ৪৬ শতাংশ পণ্য রপ্তানি হয়। তবে এরমধ্যে চট্টগ্রাম বন্দর থেকে ইতালি, চীন রুটে সরাসরি রপ্তানি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

আগে ইউরোপের দেশগুলোতে পণ্য পাঠাতে হলে ইউরোপের বিভিন্ন বন্দর ঘুরে যাওয়ার কারণে পণ্য পৌঁছতে একমাসেরও বেশি সময় লাগতো। তবে ইতালি, চীন রুটে বর্তমানে ১৮ থেকে ২০ দিনে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে। এর কারণে রপ্তানিকারকরা যথাসময়ে পণ্য পাঠাতে পারছেন। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে সবজি এবং মৎস্যজাতীয় পণ্য রপ্তানি হয়। পাশাপাশি পোশাক খাতের বিভিন্ন কাঁচামালও আমদানি করা হয় মধ্যপ্রাচ্য থেকে।উল্লেখ্য চট্টগ্রাম বন্দর থেকে বর্তমানে ইতালি, ইংল্যান্ড, রোটারডেম, ডেনমার্ক, পর্তুগালের বন্দরে সরাসরি কন্টেনার জাহাজ চলাচল করছে। এসব রুটে সরাসরি পণ্যবাহী জাহাজ চালুর সুফল পাচ্ছেন আমদানি-রপ্তানিকারকরা। সম্প্রতি এ কাতারে যুক্ত হলো সংযুক্ত আরব আমিরাত। গত বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল দেশের সমুদ্র বাণিজ্যের ইতিহাসে সরাসরি ইউরোপ রুটে প্রথম যাত্রা।

চট্টগ্রাম বন্দর থেকে ৯৫০ একক কন্টেইনার পণ্য নিয়ে সরাসরি ইতালির উদ্দেশে রওনা দেয় ‘এমভি সোঙ্গা-চিতা’ জাহাজ। দু’সপ্তাহের মধ্যে জাহাজটি ইতালির রেভেনা বন্দরে পৌঁছায়। এরপর গতবছরের ১৯ মে চট্টগ্রাম বন্দর থেকে ইংল্যান্ডের লিভারপুল ও নেদারল্যান্ডের রটারডাম বন্দরে পণ্য পরিবহনে সরাসরি কনটেইনার জাহাজ সার্ভিস চালু হয়। লন্ডনভিত্তিক ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠান ‘অলসীস গ্লোবাল লজিস্টিকস’ এ সেবা চালু করে। এর মাধ্যমে ২২ দিনের মধ্যে রপ্তানি পণ্য পৌঁছানো সম্ভব হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশ স্লোভেনিয়া রুটেও সরাসরি শুরু হয় জাহাজ চলাচল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |