শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

ফলের বাজারে লিচুর সুঘ্রাণ

ফলের বাজারে লিচুর সুঘ্রাণ

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের বাজারে  মিলছে মধুমাসের ফল লিচু।জ্যৈষ্ঠের শুরুতেই মৌসুমে নতুন হওয়ায় দাম একটু বেশি। বাজারে বিক্রি হচ্ছে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা এবং পাবর্ত্য জেলা রাঙামাটি থেকে আসা লিচু। তবে দুই সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গের রসালো লিচুতে ভরে উঠবে বাজার।  বুধবার নগরীর  বহদ্দারহাট,অক্সিজেন মোড়, আমিন জুট মিল এলাকায় পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি থেকে ট্রাকে করে আসছে লিচু। সেগুলো ট্রাক থেকে নামিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে। লিচুর ৫০০-১০০০ পিসের ঝুড়ি বিক্রি হচ্ছে ৮শ’ থেকে ১২শ’ টাকায়।

ব্যবসায়ী আবদুল কাদির বলেন, ‘এখন বাজারে যে লিচুগুলো পাওয়া যাচ্ছে এগুলোর বেশির ভাগই রাঙামাটি থেকে আসা।চকরিয়া, বাঁশখালি  থেকে আরো কিছু লিচু আসছে । এ লিচুগুলো নগরীর বিভিন্ন স্থানে হকাররা বিক্রি করে। আবার বিভিন্ন দোকানের ফল ব্যবসায়ীরাও এখান থেকে নিয়ে যায়। নতুন ফল হিসেবে বাজারে এর বেশ চাহিদাও আছে।’ লিচু মিষ্টি জাতীয় ফল হলেও এখন বাজারে যে লিচুগুলো মিলছে সেগুলো কিছুটা টক। এমন অপরিপক্ক লিচু বিক্রির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা জানায়, এগুলো অপরিপক্ক নয়, বরং আগাম জাতের লিচু।

রাঙামাটির লিচু সাধে একটু টক হয়ে থাকে। এ লিচুর বিচিও বড় হয়ে থাকে। তাইতো রাজশাহী, দিনাজপুর জেলার লিচুর চেয়ে এর দামও কম।  রাজশাহী, পাবনা, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জের লিচু  বাজারে আসতে আরো ১৫ দিন লাগবে। এক টুকরিতে (প্লাস্টিকের ঝুড়ি) ৫শ’ থেকে ১৫শ’ পিস পর্যন্ত লিচু থাকে। এ লিচুগুলো ৯শ’- ১১শ’ টাকার মধ্যে বিক্রি হয়। আবার যদি লিচুর সরবরাহ কম থাকে তখন দাম বাড়ে। এবছর লিচুর দাম অন্যান্য বছরের তুলনায় বাড়বে। কারণ উপযুক্ত সময়ে বৃষ্টি হয়নি। যে কারণে ফলন কম হয়েছে। এতেই বুঝা যাচ্ছে এবার রাজশাহী, দিনাজপুর, পাবনা, চাপাইনবাবগঞ্জের লিচুর দাম বেশি হবে।’খুচরা ব্যবসায়ী মো. শহীদ বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা থেকে লিচু আসছে। নতুন ফল পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে, তাই খুচরায়ও দাম বেশি। প্রতি ১০০ পিস লিচু এখন ১৬০-২০০ টাকায় বিক্রি করছি।’ বহদ্দারহাট বাজারে ভ্যান থেকে ১০০ পিস লিচু কিনেন নজরুল ইসলাম। অনেকক্ষণ দরাদরি করে তিনি ১০০ পিস লিচু ১৭০ টাকায় কিনেন। তিনি বলেন, ‘নতুন ফল তাই বাসায় মা ও স্ত্রীর জন্য কিনেছি। কিন্তু দাম অনেক বেশি। একটা খেয়ে দেখলাম সাধেও টক।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |