চট্টগ্রাম অফিস
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাকলিয়া ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ।সোমবার (২২ মে) সন্ধ্যা ৭ টার দিকে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ যুবলীগ সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
১৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার নেতৃত্বে মিছিলটি ওয়ার্ড কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গিয়ে শেষ হয়। এ সময় ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া বলেন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি করেন। এতে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ যুবলীগ সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছে।