বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
গাজী আক্তার:
মানুষের গোলামীর জন্য মানুষের জন্ম হয়নি আল্লাহর আনুগত্য ও দাসত্ব করার জন্য মানুষের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন আমীর ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ূন কবীর।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন হলরুমে “বিশ্বব্যাপী চলামন সংঘাতময় অবস্থার কারণ এবং এ থেকে উত্তরণের লক্ষ্যেই ইসলামী সমাজ গঠন আন্দোলন” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, বিশ্বের প্রতিটি রাষ্ট্রে ‘ইসলাম’এর পরিবর্তে কোন না কোন মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় বাংলাদেশসহ বিশ্বের মানুষ “মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্বের অধীনে বন্দি হয়ে, মানুষেরই মনগড়া আইনের আনুগত্য স্বীকার করে মানুষের দাসত্ব করছে এবং আল্লাহর সার্বভৌমত্বের সীমালংঘনকারী দুর্নীতিবাজ নেতাদের আনুগতো বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে সংঘাত ও সংঘর্ষের পথে চলছে।
তিনি বলেন, বাংলাদেশে “সরকার ও সরকার বিরোধীরা ক্ষমতা ও আধিপত্য বিস্তার নিয়ে ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের মুখোমুখী। অবস্থান করছে। গণতন্ত্র তথা মানব রচিত ব্যবস্থার অধীনে বন্দি হয়ে ইসলামের বিপরীত মানুষের মনগড়া আইন-বিধান মেনে চলার কারণেই আল্লাহ রাব্বুল আলামীনের আযাব-গজবের অংশ হিসেবেই মানুষের মাঝে এ সংঘাতময় অবস্থা বিরাজ করছে।
আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সামজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলেই সংঘাতময় অবস্থার অবসান হবে এবং মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ফলে সকল মানুষের ধর্মীয় অধিকারসহ সকল অধিকার আদায় ও সংরক্ষণ হবে।
হুমায়ূন কবীর আরও বলেন, যারা আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকবে তারা অখিরাতে আল্লাহর রহমতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ করবে।
আমীর বলেন, “ইসলামী সমাজ দল, মত নির্বিশেষে সকল মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল। তিনি বলেন, ইসলামী সমাজ স মানুষের সার্বিক কল্যাণে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্তরীক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে চলমান সংঘাতময় অবস্থার অবসানে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায়।
ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা সোলায়মান কবীরের পরিচালনায় শীর্ষক আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।