বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
তোফায়েল হোসেন জাকির, গাাইবান্ধা: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের গাইবান্ধা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক সানজীবন কুমার দেব রকিকে সাময়িক বহিস্কার করা হয়েছে। কেন স্থায়ী বহিস্কার করা হবে না, তারও জবাব চেয়ে পত্র জারি করা হয়। সংগঠনটির নেতৃবৃন্দদের বিরুদ্ধে কূরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় রকির বিরুদ্ধে এই সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে। রোববার ওই পরিষদের সভাপতি রনজিৎ বকসী সূয্যর স্বরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের গাইবান্ধা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে সানজীবন কুমার দেব রকি দায়িত্ব পালন করে আসছিলেন। এরই মধ্যে পরিষদের সভাপতি ও সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দদের বিরুদ্ধে কূৎসা রটনা, মিথ্যা অপবাদসহ কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন রকি। তার এসব মন্তব্যের কারণে সংগঠনের ভাবমূর্তি ধর্মীয় সংখ্যালঘু সসম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। গঠনতন্ত্র বিরোধী এমন কার্যকলাপে সানজীবন কুমার দেব রকিকে ছাত্র বিষয়ক সম্পাদক পদসহ সকল পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়। একই সঙ্গে তাকে কেন স্থায়ীয় বহিস্কার করা হবে না, সে ব্যাপারে কারণ দর্শানো পত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সানজীবন কুমার দেব রকির মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সাময়িক বহিস্কার ও কারণ দর্শানো পত্র জারির বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের গাইবান্ধা শাখার সভাপতি রনজিৎ বকসী সূয্য বলেন, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী ওইসব কার্যকলাপে সানজীবন কুমার দেব রকির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টির অনুলিপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়।