শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

ইবির আইআইইআর’র ফল প্রকাশ

ইবির আইআইইআর’র ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর অধীন ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে দুইটি কোর্সে আসনের চেয়ে আবেদনকারীর সংখ্যা কম ছিল। ফলে উপস্থিত সকলেই ভর্তির জন্য মনোনীত হয়েছেন বলে জানিয়েছেন ইন্সটিটিউটটির পরিচালক প্রফেসর ড. মামুনুর রহমান।

এ বিষয়ে প্রফেসর ড. মামুনুর রহমান বলেন, যারা অংশ নিয়েছিল সবাই পাশ করেছে। লাইব্রেরী সায়েন্স যেটা এখন আলাদা একটা পরীক্ষার আয়োজন করা হয়। যার ফলে শুধু আমাদের এখান থেকে থেকে পাশ করলে চাকরি নিশ্চিত এটা আর হবে না। আর এমএড এমনিতেও বাধ্যতামূলক না। যার ফলে এই দুইটাতে আবেদন কম হয়। এদিকে বিএড অনেকটা বাধ্যতামূলক বলা যায়। এটার সাথে বেতন, ইনক্রিমেন্ট সহ অনেক কিছু সংশ্লিষ্ট থাকে। যার কারণে অন্য এই কোর্সটারই চাহিদা বেশি।

এদিকে এবারের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আগামী ২৯ এপ্রিল শুরু হয়ে ১০ মে পর্যন্ত চলবে। ভর্তির নির্ধারিত ফি অগ্রণী ব্যাংক ইবি শাখায় ( হিসাব নং-৬৯৪৭) জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ ভর্তি হতে ব্যর্থ হলে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে।

উল্লেখ্য, গত শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ৩০৯ জন, এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৪৭ জন এবং লাইব্রেরি সায়েন্স কোর্সে ৮০ আসনের বিপরীতে ৫৭ জন আবেদন করেন। এর মধ্যে এমএড ও লাইব্রেরি সায়েন্স কোর্সে যথাক্রমে ৪৫ ও ৪৭ জন অংশ নেন। যাদের সকলেই ভর্তির জন্য মনোনীত হয়েছেন উত্তীর্ণ হয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |