বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শাকের বিন ফয়েজ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ পৌর শহরের নাজিরপাড়া এলাকা থেকে আত্মগোপনে থাকা মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মুহাম্মদ সৈয়দ হোসেন ওরফে কালা মিয়াকে আটক করেছে র্যাব-১৫।বুধবার (১০ মে) রাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামি মুহাম্মদ সৈয়দ হোসেন ওরফে কালা মিয়া (৪৮) টেকনাফ পৌরসভার নাজিরপাড়ার মৃত গুরা মিয়ার পুত্র। র্যাব জানায়, উখিয়া থানার একটি মাদক মামলার (নং- ২২) এই আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত মাদক মামলার সাথে জড়িত বলে জানা যায় । গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করেছিল বলে স্বীকার দেন।গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।