মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্ভোধন

শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্ভোধন

শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্ভোধন

মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়া : বগুড়ার শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ সোমবার বিকাল ৩ টায় শেরপুর খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন-এ কাইয়ুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শেরপুর ধুনট নির্বাচনীয় এলাকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: হাবিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা, শেরপুর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম শেরপুর থানা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ভূঁইয়া কুদু, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, উপজেলা সেমি অটো মিল মালিক সমিতির সভাপতি আবু তালেব আকন্দ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে শেরপুরে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩০ টাকা কেজি দরে ১৫৬৮ মেঃ টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ১০৭৩৩ মেঃ টন চাল সংগ্রহ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |